“ভরা থাক স্মৃতি সুধায় হৃদয় পাত্রখানি”

0 ৭২

“ভরা থাক স্মৃতি সুধায় হৃদয় পাত্রখানি”

Dhaka post today
নিজস্ব প্রতিনিধি:

আজ শনিবার (১৭ জুন, ২০২৩) নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে নরসিংদী মডেল থানা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনা এবং বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার, নরসিংদী থানা প্রাঙ্গণে উপস্থিত হলে অফিসার ইনচার্জ নরসিংদী মডেল থানা জনাব আবুল কাশেম ভূঁইয়া পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল তাকে সালামি প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মিসেস আলেয়া ফেরদৌসি, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নরসিংদী।

বৃক্ষরোপন কর্মসূচী শেষে নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বদলী জনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের স্মৃতিচারণে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে উঠেছে। সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জনাব জি.এম. তালেব হোসেন, সভাপতি নরসিংদী জেলা আওয়ামীলীগ, জনাব আবদুল মোতালিব পাঠান, সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার্স ফোরাম, জনাব আফতাব উদ্দিন ভূঁইয়া

উপজেলা চেয়ারম্যান, নরসিংদী সদর, জনাব অহিভূষণ চক্রবর্তী, সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ, ড. মশিউর রহমান মৃধা, সভাপতি কমিউনিটি পুলিশিং নরসিংদী, জনাব মোঃ হুমায়ুন কবির শাহ, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব নরসিংদী প্রমুখসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ-সহ পলাশ থানা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.