চেয়ারম্যানের পদ হারালেন সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামী বাবু

0 ৯৮

চেয়ারম্যানের পদ হারালেন সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামী বাবু

Dhaka post today

বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা

বাংলা নিউজ টোয়েন্টিফোরের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবুকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিনের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই দিন তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে তার বিষয়ে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

১৯ জুন বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি।
তিনি গণমাধ্যমকে জানান, বাংলা নিউজ টোয়েন্টিফোরের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার সাথে জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান

আসামী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়নর চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। একই কারণে কেন তাকে চুড়ান্তভাবে ররখাস্ত করা হবে না তার জন্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বকশীগঞ্জ উপজেলার মানুষ উল্লাসে মেতে উঠে।

এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। কিন্তু আপাতত কোন লিখিত কাগজ পায়নি।

লিখিত পাওয়ার পরই নির্দেশনা মোতাবেক কার্যকরি ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি গণমাধ্যমকে জানান, বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.