চ্যাম্পিয়ন: দিনাজপুর একাডেমি স্কুল
চ্যাম্পিয়ন: দিনাজপুর একাডেমি স্কুল
dhaka post today
ক্রীড়া প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। আজ (সোমবার) বৃষ্টি ভেজা ফাইনাল ম্যাচে চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়েছে দিনাজপুর উচ্চ বিদ্যালয়।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিনাজপুর। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়। জবাবে খেলতে নেমে দিনাজপুরের ইনিংসের ২০ ওভারের সময় শুরু হয় বৃষ্টি। সে সময় দিনাজপুরের স্কোর ছিল ৩ উইকেটে ১০২ রান।
এরপর বৃষ্টি থামলে তাদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ১৫৮ রান। সেই রান তাড়া করতে গিয়ে ৩০.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে বিজয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিনাজপুর একাডেমি স্কুল। দলকে জেতাতে বড় অবদান রাখেন অলরাউন্ডার আইনুল ইসলাম। বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন এই পেসার। পরবর্তীতে হয়েছেন ম্যান অব দ্যা ফাইনালও। ব্যাটিংয়ে সর্বোচ্চ ৪৮ রান করে দিনাজপুরের ওপেনার আবদুর রউফ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান। উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান বিপণন ও যোগাযোগ কর্মকর্তা সৈয়দ রায়হান তারিক। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ ও তানভীর আহমেদ টিটু।