পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ২ জন আহত

0 ৮০

পাবনা আমিনপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ২ জন আহত ।

Dhaka post today
পাবনা জেলা প্রতিনিধি

পাবনা আমিনপুর থানাধীন রুপপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ২ জন গুরুতর আহত হয়েছে।

আহতদেরকে চিকিৎসার জন্য বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল ১৮ই জুন রবিবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে রূপপুর ইউনিয়নের অন্তর্গত সন্ন্যাসীবাধা মিন্টুর দোকানের সামনে থেকে পূর্ব শত্রুতার জের ধরে আলামিন সিরাজুল সেলিম সাজ্জাদসহ বেশ কয়েকজন সঙ্ঘবদ্ধভাবে সোহাগ এবং সাব্বির নামের ২ ব্যক্তিকে পিটিয়ে গুরুতর যখন করে।
স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উক্ত ঘটনার পরিপেক্ষিতে আহত সোহাগের বড় ভাই সজীব হাসান জয় বাদী হয়ে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন
সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.