সামদ্রিক জেলে চাল বিতরনের স্লিপ বিক্রির অভিয়োগ
সামদ্রিক জেলে চাল বিতরনের স্লিপ বিক্রির অভিয়োগ
Dhaka post today
(পটুয়াখলী)প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা ০৪ নং ইউনিয়নের ০১ নং ইউপি সদস্য মোঃ সেলিম মোল্লার বিরুদ্ধে সামুদ্রিক জেলেদের মাঝে চাল বিতরনের স্লিপ বিক্রির অভিযোগ উঠেছে।
জানা যায় সোমবার সকাল ১১ টায় ০৪ নং দশমিনা ইউনিয়নে ৬৫৬ জন সামুদ্রিক জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়। চাল বিতরনের মধ্যে ০১ নং ওয়ার্ডের মোঃ কাশেম সামদ্রিক জেলে পরিচয়ে দিয়ে ভিজিএফ স্লিপ নিয়ে আসলে জনতার হাতে আটক হয়। তিনি মূলত মুদি মনোহারি দোকান করেন বলে জানান। স্লিপ কোথায় পেয়েছে জানতে চাইলে বলেন ইউপি সদস্য সেলিম মোল্লার কাছ থেকে ১ হাজার টাকা দিয়ে কিনছি।
ঘটনা জানজানি হলে মোঃ কাশেন সকলের অগোচরে পালিয়ে যায়। সামুদ্রিক জেলেদের স্লিপ না দিয়ে স্বচ্ছল লোকদের স্লিপ দেয়ায় তোপের মুখে পরে ইউপি সদস্য সেলিম মোল্লা। পরে ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন ও সাবেক পটুয়াখালী জেলা পরিষদ সদস্য জাকির হোসেন ভুট্টো পরিস্থতি নিয়ন্ত্রণ করেন।
ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাঃ লাইজু বেগমের স্বমি মো. রবেল জানান সে এভাবে প্রতি সময়ই চালে স্লিপ বিক্রি করে থাকেন। আমি এই বিষয় একটি সুস্থ সমাধান চাই ।
ইউপি সদস্য সেলিম মোল্লা বিষয়টি অস্বীকার করে বলেন, আমি স্লিপ বিক্রি করিনি কাশেম সামদ্রিক জেলে কি না তা জানিনা তবে তাকে স্লিপ দিয়েছি।
ইউনিয়ন চেয়ারম্যান জানান ০১ নং ইউপি সদস্যকে ২৫ টি সামদ্রিক জেলেদের ভিজিপি চালের জন্য স্লিপ দিয়াছি বিক্রির কথা এই শুনলাম।চাল বিতরনের পর বিষয়টি দেখবো।
উপজেলা মৎস্য মেরিন ফিশারিস কর্মকর্তা নাজমুল হসান বলেন আমি বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে আলেচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হয়বে।