জাকের পার্টির – জন জলসা ও কাউন্সিল প্রচারণা তীব্র গতিতে এগিয়ে 

0 ২০৭

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে সামনে রেখে জাকের পার্টির – জন জলসা ও কাউন্সিল প্রচারণা তীব্র গতিতে এগিয়ে

Dhaka post today

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ- গাজীপুরে – জাকের পার্টির জনসমাবেশ, জন জলসা ও কাউন্সিল ৫ টি সংসদীয় অাসনে প্রচার প্রচারনা তীব্র গতিতে এগিয়ে চলছে। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল ছাহেব, এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল ছাহেব দয়ের, পবিত্র হুকুম মাথায় নিয়ে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে – গাজীপুর – ৪ কাপাসিয়া- আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী

ডাঃ জুয়েল কবির সাংবাদিকদের কে বলেন – কাপাসিয়া আসনের জাকের পার্টি এবং ২৪ টি সহযোগী সংগঠন নিয়ে আমরা কাজ করতেছি এবং জাকের পার্টির দাওয়াত দিচ্ছি ।

জাকের পার্টির পবিত্র প্রতীক । ভালোবাসার প্রতীক । মানবতার প্রতীক পবিত্র গোলাপ ফুলের দাওয়াত পৌছাচ্ছি । এবং জাকের পার্টির দাওয়াত মানুষ যেভাবে গ্রহণ করছে এতে করে আমরা বিশ্বাস রাখতে পারি, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ।

জাকের পার্টি একটি আদর্শভিত্তিক দল । জাকের পার্টির কাজই হচ্ছে মানব সেবা । মানুষকে আদর্শের পথে নিয়ে আসা । দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা । এ সময় প্রচার-প্রচারণায় উপস্থিত ছিলেন জাকের পার্টি গাজীপুর জেলার ৫টি সংসদীয় অাসনের বিভিন্ন নেতৃবৃন্দ ।

Leave A Reply

Your email address will not be published.