মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ও পুরস্কার পেয়েছেন ০৩ জন গ্রামপুলিশ।
Dhaka post today
নিজস্ব প্রতিনিধি
কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই মে-২০২৩ মাসের অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাসের তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় ।
উক্ত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে অপরাধ সম্পর্কে অবহিত করণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা গুলো পর্যালোচনা করা সহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা
নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের বিশেষ দিক নির্দেশনা প্রদান করে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ তথ্যপ্রদান করে পুলিশকে সহায়তা করায় কুমিল্লা জেলার ০৩টি থানার ০৩ জন গ্রামপুলিশকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করেন।