আন্ত:জেলা মহিলা চোর চক্রের সক্রিয় ০৭ সদস্য গ্রেফতার।
আন্ত:জেলা মহিলা চোর চক্রের সক্রিয় ০৭ সদস্য গ্রেফতার।
Dhaka post today
নিজস্ব সংবাদদাতা
গত ২১/০৬/২০২৩খ্রি. তারিখ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ চর্থা সাকিনস্থ টমছমব্রীজ সংলগ্ন চৌ-রাস্তার মোড়ে মামলার বাদী জান্নাতুল ফেরদাউস (২২), পিতা-মৃত আব্দুস সোবহান, সাং-অশোকতলা থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা অটোরিক্সা যোগে আসে।
আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে কুমিল্লা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কোতয়ালী থানা পুলিশের একাধিক টিম কুমিল্লা শহরের টমছমব্রীজ সহ বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত ছিল। ঘটনাস্থল টমছমব্রীজ সংলগ্ন চৌ-রাস্তার মোড়ে মামলার বাদীকে পেয়ে তার সাথে বোরকা পরিহিত ০৭জন মহিলা কথাবার্তা বলা শুরু করে।
কথাবার্তার একপর্যায়ে বাদীর ভ্যানিটি ব্যাগের চেইন খুলে নগদ টাকা ও মোবাইল ফোন চোরচক্রের সদস্যগণ চুরির চেষ্টাকালে বাদী টের পেয়ে চোর চোর বলে চিৎকার দেয়। তখন ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালী থানা পুলিশের টহল দল বিষয়টি টের পেয়ে স্থানীয় মহিলা পথচারীদের সহায়তায় চোরচক্রের ০৭জন মহিলা সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেন গ্রেফতারকৃতদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে ১। পাখি আক্তার (২৫), পিতা-মো: জহির মিয়া,স্বামী-রাসেল মিয়া, ২। ফাতেমা বেগম(৪০), পিতা-সাহেব মিয়া, স্বামী-সুহেল মিয়া, ৩।
শাহানা নাইমা(২৫), পিতা-সিরাজুল ইসলাম, স্বামী-শিপন, ৪। দিলারা বেগম(৩০), পিতা-আক্কাস মিয়া, স্বামী-মো: রুবেল, ৫। হনুফা (৪০), পিতা-জলিল মিয়া, স্বামী- মো: শাহীন,৬। পারভীন আক্তার(২৫), স্বামী-নিজমা উদ্দিন,পিতা-মহরম আলী, সর্ব সাং-ধরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া এবং ৭। ফাতেমা বেগম (২৪), পিতা- মৃত রফিক মিয়া, স্বামী মহিউদ্দিন, সাং-পাখিয়ালগা, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার বলে জানা যায়।
আসন্ন ঈদ মৌসুমকে টার্গেট করে মহিলা চোরচক্রের গ্রেফতারকৃত সদস্যগণ কুমিল্লা শহরের বিভিন্ন শপিংমল, মার্কেট ও জনবহুল এলাকায় সংঘবদ্ধ হয়ে বিভিন্ন কৌশলে চুরি করার জন্য এসেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ৩নং আসামী শাহানা এর বিরুদ্ধে কুমিল্লা বরুড়া এবং ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগর থানায় ০২টি পূর্বের চুরি মামলা রয়েছে।
বাদী জান্নাতুল ফেরদাউস এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারকৃত ০৭জন আন্ত:জেলা মহিলা চোরচক্রের সদস্যের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৯, তাং-২২/০৬/২০২৩খ্রি:, ধারা- ৩৭৯/৫১১ পেনাল কোড রুজু হয়। আসামীদের জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে।