জামালপুর দেওয়ানগঞ্জে নদীতে পড়ে শিক্ষার্থী নিখোঁজ
dhaka post today
স্টাফ রিপোর্টার
জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ঘাট দেখতে গিয়ে নদীতে পরে আপন (১৬) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার উপজেলার বাহাদুরাবাদ ঘাটের ফুটানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আপন পৌর শহরের চিকাজানী এলাকার মহিউদ্দিন হিরুর ছেলে ও জামালপুর জেলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে চিকাজানী এলাকার মেজবাহ-উল-হক বাবুর ছেলে আলিফ,মহিউদ্দিন হিরুর ছেলে আপনও শেরপুরের জাহাঙ্গীর আলমের ছেলে শুভ্র এক সাথে বাহাদুরাবাদ ঘাট দেখতে যায়।
এ সময়, ঘাটে নোঙর করা যাত্রীবাহী লঞ্চে উঠে ঐ তিনজন। এক পর্যায়ে তারা লঞ্চের কিনারায় বসে সেলফি তুলতে থাকে। সে সময় আপন হাত ফঁসকে নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখোঁজি করে আপনকে না পেয়ে ফায়াস সার্ভিসে খবর দেয়। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল আপন কে উদ্ধারে অভিযান চালায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আপনকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে আপনের বাবা মহিউদ্দিন হিরু জানান, আপন জামালপুর জেলা স্কুলের এসএসসি পরিক্ষার্থী। ঈদ উপলক্ষে বাড়িতে এসে আপন তার দুই বন্ধুর সাথে বাহাদুরাবাদ ঘাট দেখতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে । ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।