২০২৪ সালের ১০ জানুয়ারি বিপিএল শুরু

0 ৪৫

২০২৪ সালের ১০ জানুয়ারি বিপিএল শুরু

dhaka post today

ক্রীড়া প্রতিবেদক

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে বড় সমালোচনার বিষয় ছিল ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকা নিয়ে। তবে বিপিএলের আসন্ন মৌসুমে আসরের শুরু থেকেই থাকবে ডিআরএস। আজ শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভার্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

তিনি বলেন, ‘গতবার ডিআরএস আনতে পারিনি গ্রুপ ম্যাচে। কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচে ছিল। এবার ডিআরএস কিন্তু কোনো প্রোডাকশন কোম্পানি বা বিপিএল গভর্নিং কাউন্সিল এদের কাছে নেই। বোর্ড সরাসরি ডিআরএস কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। চার বছরের জন্য তাদেরকে পাচ্ছি।

২০২৪ সালের ১০ জানুয়ারি বিপিএল শুরু হতে পারে জানিয়ে মল্লিক বলেন, ‘বিপিএলের সম্ভাব্য সূচি কি হতে পারে তা নিয়ে আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের প্রাথমমিক সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় নির্বাচনের পরপরই যেন আমরা বিপিএলটা শুরু করতে পারি। পত্র-পত্রিকার মাধ্যমে শোনা যাচ্ছে জাতীয় নির্বাচনের তারিখটা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে। সেক্ষেত্রে ১০ তারিখ বা সুবিধাজনক তারিখ দেব।’

সেপ্টেম্বরেই প্লেয়ার্স ড্রাফট করা হবে জানিয়ে এই বোর্ড পরিচালক বলেন, ‘যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে আমাদের খেলাটা শেষ করতে হবে। কারণ এর পরেই আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার ড্রাফটটা আমরা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহের মধ্যে শেষ করে দিতে চাই। যাতে প্রত্যেকটা দল নিজেদের গুছিয়ে নিতে পর্যাপ্ত সময় পায়।

 

Leave A Reply

Your email address will not be published.