২০ টন (৩৭২ বস্তা) ভুট্টা আত্মসাৎ
২০ টন (৩৭২ বস্তা) ভুট্টা আত্মসাৎ এর ঘটনায় কুষ্টিয়া মডেল থানা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট কুষ্টিয়ার যৌথ অভিযানে আসামী গ্রেফতার ও আত্মসাৎকৃত ভুট্টা উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং
Dhaka post today
নিজস্ব সংবাদদাতা:
গত ১৫/০৬/২০২৩ খ্রিঃ সন্ধ্যা ১৮.৩০ ঘটিকায় জনৈক ভুট্টা ব্যবসায়ী ইয়াকুব মন্ডল (৪৮), পিতা-মৃত আজিম উদ্দিন মন্ডল, সাং-খাজানগর,থানা ও জেলা-কুষ্টিয়া বিভিন্ন স্থান হতে ভুট্টা সংগ্রহ করে ২০ টন একত্র করে। উক্ত ভুট্টা জাহিদ এন্টারপ্রাইজ, খুলনায় প্রেরণের উদ্দেশ্যে কুষ্টিয়া মডেল থানাধীন কাঞ্চনপুর বাজার হইতে ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-২১৬৫) লোড দিয়ে রওনা করে অর্থাৎ গত ১৬/০৬/২০২৩ খ্রিঃনিদিষ্ট গন্তব্যে ভুট্টা ট্রাক না পৌছাইলে উক্ত ট্রাক ড্রাইভারকে ভুট্টা ব্যবসায়ী ইয়াকুব মন্ডল ফোন দেয়।
বারংবার ফোন দিয়েও উক্ত ট্রাক ড্রাইভার ও হেলপার এর মোবাইল বন্ধ পাওয়াযায়। গত ২৩/০৬/২০২৩ খ্রিঃ পর্যন্ত উক্ত ভুট্টা নির্দিষ্ট গন্তব্যে না পৌছানোর কারনে ট্রাক ড্রাইভার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ইয়াকুব মন্ডল এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়া মডেল থানায় ভুট্টা আত্মসাতের একটি নিয়মিত মামলা রুজু হয়, যা মামলানং-৪৩,তারিখ-২৩/০৬/২০২৩ খ্রিঃ ধারা-৪০৬/৪২০ পেনাল কোড। উক্ত মামলার তদন্তভার এসআই(নিঃ)/মুহাঃ আব্দুল আলীম, ইনচার্জ, জগতি পুলিশ ক্যাম্প, কুষ্টিয়া এর উপর অর্পন করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার, জনাব মোঃ খাইরুল আলম মহোদয়ের দিকনির্দেশনায় এসআই(নিঃ)/মুহাঃআব্দুল আলীম, ইনচার্জ, জগতি পুলিশ ক্যাম্প, এসআই(নিঃ)/কাজী এহসানুল হক, এসআই(নিঃ)/মোঃআলমগীর হোসেন, উভয়ই জেলা সাইবার ক্রাইম ইউনিট, কুষ্টিয়াগণ পর্যায়ক্রমে গোপালগঞ্জ, নড়াইলএবং বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত আত্মসাৎকৃত সকল ভুট্টাউদ্ধার করেন এবং এর সাথে জড়িত ১। ট্রাক ড্রাইভার মোঃ বিল্লাল হোসেন (৩০), পিতা-একরামমোল্লা, সাং-সুড়িগাতি, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল এবং ২। মোঃ রাকিবুল ইসলাম (৩০), পিতা-মোঃমোশারফ হোসেন, সাং-বৈলতলী, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট’দ্বয়কে স্ব স্ব ঠিকানা হতে আটক করেন।
উল্লেখ্য যে, দুষ্কৃতকারী ০২ আসামী পূর্ব পরিকল্পনা মাফিক উক্ত কাজ সংগঠিতকরে। যার দরুণ ভুট্টা বহনকারী ট্রাকের পূর্বে উল্লেখিত ভূয়া নাম্বার প্লেট ব্যবহারকরে। যা বিআরটিএ হতে যাচাই করে জানা গেছে। আরো উল্লেখ্য যে, ৩৭২ বস্তা ভুট্টা হতে ৩৪বস্তা ভুট্টা ভাঙ্গিয়ে গুড়া করে ফেলে, যা বাগেরহাট সদর থানা এলাকা হতে এবং বাকী ভুট্টাহতে ২০০ বস্তা ফকিরহাট থানার বালিয়াডাঙ্গা গ্রাম এবং ১০০ বস্তা ফকিরহাট থানার পোলেরহাটএলাকা হতে জব্দ করা হয়।
আসামীদ্বয় ও উদ্ধারকৃত ভুট্টা বর্তমানে পুলিশ হেফাজতে আছে এবংআত্মসাতের কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।
বিষয়টি অদ্য ২৪/০৬/২০২৩ তারিখ কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংএর মাধ্যমে জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় নিশ্চিত করেন।