দশমিনায় ট্রাক্টর দুর্ঘটনায় যুবক নিহত
দশমিনায় ট্রাক্টর দুর্ঘটনায় যুবক নিহত
রবিউল হাসান ডব্লিউ,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় ট্রাক্টর চাপায় মো. আল-আমিন ব্যাপারী (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার বিকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আল আমিন ব্যাপারী দশমিনা সদর ইউনিয়নের কাউনিয়া গ্রামের মৃত হানিফ ব্যাপারীর ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, দশমিনা সদর ইউনিয়নের কাউনিয়া গ্রামের হানিফ ব্যাপারীর ছেলে আল আমিন ওই দিন বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে একটি ঘেরে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করতে যায়। চাষাবাদ শেষে ওই ঘের থেকে ট্রাক্টর নিয়ে পাশের কৃষি জমিতে উঠতে গেলে ট্রাক্টরে সামনের দিক উল্টে হাতের ব্রেকে বুকে চাপা পরে। ঘটনাস্থলে মারা যান আল আমিন বেপারী ।
তাৎক্ষণিক স্থানীয়রা দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. এসএম আলভী তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।