ময়মনসিংহে ট্রাক চাপায় একজন নিহত ও ৩ জন আহত

0 ৩১৭

ময়মনসিংহে ট্রাক চাপায় যুবক ফেরদৌসের মৃত্যু ৩ জন আহত

Dhaka post today

স্টাফ রিপোর্টার

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা,মেরুরচর গ্রামের মোঃ ফেরদৌস মিয়াপিতা :হাজী আ: সালাম শেখ,গরু বিক্রি করার উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে ,ভালুকার,সিষ্টোর,মেহেড়া বাড়ির বাজারে পর্যন্ত যেতেই

গাড়িটি মারাত্নক ভাবে একসিডেন্ট করে, সকাল সাতটাই একসিডেন্ট হয় ফেরদৌস ওইখানেই মারা যায় পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেলে আনা হয় , আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রফিকুল ইসলাম ও বাবুল মিয়া, শুকর আলী নামে এক ব্যক্তি সাথেই ছিলেন
মৃত্যু বিষযটি সে নিশ্চিত করেছেন

Leave A Reply

Your email address will not be published.