জাকের পার্টি ৩০০ আসনের জনজলসা ও কাউন্সিল প্রচারণা তুঙ্গে

0 ৭৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে জাকের পার্টি ৩০০ আসনের জনজলসা ও কাউন্সিল প্রচারণা তুঙ্গে

Dhaka post today

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ- গাজীপুরে – জাকের পার্টি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে- জন জলসা, জনসভা, ও কাউন্সিল প্রচার- প্রচারনা তুঙ্গে । জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল ছাহেব, এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল ছাহেব দয়ের, পবিত্র হুকুম মাথায় নিয়ে- ১০ ই জুন তারিখ থেকে পঞ্চগড় সংসদীয় আসন- ১ থেকে শুরু হয়েছে- জনসভা, জন জলসা,ও কাউন্সিল প্রচারণা । পর্যায়ক্রমে ৩০০ আসনেই হবে এই জনসভা ও কাউন্সিল প্রচারণা ।

পাশাপাশি স্থানীয় সরকারের অধীনে সমস্ত প্রার্থী সিলেকশন করা হচ্ছে। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান ছাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ছাহেব দয়ের পবিত্র হুকুম মাথায় নিয়ে- গাজীপুর- ৪ কাপাসিয়া, জাকের পার্টির মনোনীত প্রার্থী ডাঃ জুয়েল কবির ও নেতৃবৃন্দ সহ এবং ২৪ টি সহযোগী সংগঠন নিয়ে- জাকের পার্টির দাওয়াত দেওয়া হচ্ছে ।

জাকের পার্টির প্রতীক, । মানবতার প্রতীক । পবিত্র গোলাপ ফুলের দাওয়াত তৃনমুল থেকে শুরু করে সর্বস্তরের জনগনের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষ জে ভাবে দাওয়াত গ্রহণ করছে । এতে করে আমারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী । জাকের পার্টি একটি আদর্শভিত্তিক দল । জাকের পার্টির কাজ ই হচ্ছে মানব সেবা । মানুষকে আদর্শের পথে নিয়ে আসা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কে রক্ষা করা।

Leave A Reply

Your email address will not be published.