দুদক কর্মচারীসহ গ্রেফতার ৪, দেড় লক্ষ টাকা উদ্ধার
চাঁদাবাজি করতে গিয়ে দুদক কর্মচারীসহ গ্রেফতার ৪, দেড় লক্ষ টাকা উদ্ধার
Dhaka post today
মোঃ শহিদুল ইসলাম জনি
নগদ টাকা ও ডকুমেন্টস উদ্ধারসহ মতিঝিলে চাঁদাবাজি করার সময় দুর্নীতি দমন কমিশনের কর্মচারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হচ্ছে-গৌতম ভট্টাচার্য, হাবিবুর রহমান, পরিতোষ মন্ডল ও মো: এসকেন আলী খান। এসময় তাদের হেফাজত থেকে মিষ্টির ৪টি প্যাকেটে নগদ দেড় লক্ষ টাকা, ৪টি মোবাইল, দুদকের মনোগ্রাম সম্বলিত খাকি রঙের ১টি খাম ও দুদকের একটি নোটিশ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে গৌতম ভট্টাচার্য দুদকের ডিজি মানি লন্ডারিং এর পিএ হিসেবে কর্মরত, বাড়ি মৌলভীবাজার। এসকেন আলী খান চাকরিচ্যুত পুলিশ সদস্য, বাড়ি গোপালগঞ্জ। অপর দুইজন গোপালগঞ্জের বাসিন্দা এবং পেশাগত ভাবে দালাল ও প্রতারক।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা লালবাগ বিভাগের স্পেশাল অপারেশন টিম তাদেরকে গ্রেফতার করে ।
ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।