সাংবাদিক নাদিমের মেয়ের লেখা পড়ার দায়িত্ব নিলেন জেলা পরিষদের চেয়ারম্যান
জামালপুর প্রতিনিধি
সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের একমাত্র মেয়ে জান্নাতের লেখাপড়ার দায়িত্ব নিলেন জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মুনমুন জাহান লিজা, নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম এবং প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ।
জান্নাত এ বছর স্নাতক ১ম বর্ষে ভর্তিচ্ছু।
এর আগে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে, নাদিমের কবর জিয়ারত করে তার আত্নার শান্তি কামনা করেছিলেন।
তখন তিনি জান্নাতের পড়ালেখার ব্যায় বহনের ঘোষণা দিয়েছিলেন। পূর্বের ঘোষণা বাস্তবায়নে সকল কাজ আজ সম্পন্ন করা হয়।
এ বিষয়ে এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন,
আমরা নিহত সাংবাদিক নাদিমের পরিবারের পাশে আছি, থাকবো। তার পরিবারের যে কোন ন্যায়সঙ্গত দাবি পূরণে আমরা সচেষ্ট আছি।
গত ১৪ জুন বকশীগঞ্জে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি সাংবাদিক নাদিমের উপর হামলা করে একদল সন্ত্রাসী,পরদিন বিকাল তিনটায় ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক নাদিমের মৃত্যু হয়।
এ ঘটনায় বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ( বরখাস্তকৃত) মাহমুদুল আলম বাবু, তার ছেলে রিফাত সহ ২২ জনের নামে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম। এ মামলায় বাবু সহ ১৩ আসামি কে গ্রেপ্তার করে পুলিশ।