অসহায় পরিবারের মাঝে টাকা ও খাবার পাঠিয়েছেন বকশীগঞ্জ উপজেলা UNO লুৎফর নাহার
Dhaka post today
স্টাফ রিপোর্টার
জামালপুর জেলা
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আজ সকাল ১০ টা সময় মোবাইলের মাধ্যমে যোগাযোগ করেন দৈনিক বিজয়ের বানী জামালপুর জেলা প্রতিনিধি আসিফ খন্দকার গত রোববার
সকালে ময়মনসিংহ ভালুকায় দুর্ঘটনায় নিহত মেরুর চর গ্রামের মরহুম ফেরদৌস আলম পরিবারের সদস্যদের ঈদের জন্য সহযোগিতা জন্য বলেন , ২ মিনিট পরে অফিস সহকারী মিজু আহমেদ আসিফ খন্দকারের
কাছে তথ্য সংগ্রহ করে এবং ইউএনও বলেন বিকালে নগদ অনুদান পাঠাবে, বিকাল না হতেই নগদ ৭০০০টাকা ,৩০কেজি চাউল ও শুকনা খাবার পাঠিয়ে দিয়েছেন, বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি জনাব আতাউর রাব্বী ও প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান সাহেবের মাধ্যমে মরহুম ফেরদৌসের বাবা ও স্ত্রীর হাতে টাকা ও খাবার বুঝিয়ে দেন। ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য সহযোগিতার আশ্বাস দেন সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বী বাস্তবায়ন পরিকল্প কর্মকর্তা মজনুর রহমান ।