গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার সংক্রান্তে প্রেস বিফ্রিং।
খোকসা থানার ০২জন ব্যক্তিকে জবাই করে হত্যা ও গড়াই নদীর খানপুর চরে বালির নীচে লাশ পুতে রাখার ঘটনার রহস্য উদঘাটন,আসামী গ্রেফতার।
Dhaka post today
নিজস্ব সংবাদদাতা
খোকসা থানার চাঞ্চল্যকর ডাকাতিমামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার সংক্রান্তে প্রেস বিফ্রিং।
খোকসা থানাধীন গড়াই নদীর খানপুরচর।২.ডাকাতি- বাদী অসীম পাল এর নিজ বসত বাড়ী।
ঘটনার বিবরণঃ ১. খুন- ঘটনার দিন প্রথমে আসামীরা পরষ্পর পরিকল্পনা মোতাবেক ডাকাতি মামলার বাদী অসীম পালএর বাড়ী রেকি করে। ঘটনার পূর্বে তাহারা একযোগে১৭/১৮ জন মিলে খোকসা থানাধীন আইয়ুব এর ঘাটে একত্রিত হয়। পরবর্তীতে ঘাট পার হয়ে খানপুরচরে এসে আসামীদের পূর্বের বিরোধের কারনে তাদের দলের মধ্যে ০১। সামাদ(৩৩), পিতা-হুরমতআলী, সাং-দৌলতখালী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াও ০২।
ফারুক(২৮), পিতা-বিপ্লব মৃধা, সাং-মোলান্দহ, থানা-জামালপুর, জেলা-ময়মনসিংহদেরসহিত অন্যান্যদের কথাকাটাকাটি হয় এবং এক পর্যায়ে অন্যান্য আসামীরা মিলে উক্ত আসামীদ্বয়কেজবাই করে হত্যা করে বালির নিচে লাশ পুতে রেখে ডাকাতির জন্য ডাকাতি মামলার বাদীর বাড়ীরউদ্দেশ্যে রওয়ানা করে।
২. ডাকাতি – বাদী প্রতিদিনের ন্যায় তাহার দৈনন্দিন কাজ শেষেগত ১৭/০৬/২০২৩ইং তারিখ রাত অনুমান ১০.০০ঘটিকার সময় পরিবারের লোকজনের সাথে রাতের খাবারখেয়ে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে ১৭/০৬/২০২৩ইং দিবাগত রাত অর্থ্যাৎ গত ১৮/০৬/২০২৩ইং রাতঅনুমান ০২.৩০ঘটিকার সময় অজ্ঞাতনামা আসামীরা বাদীর বাড়ীর প্রাচীর টপকিয়ে বসত বাড়ীর
ভিতরেপ্রবেশের মেইন গেইটের দু’টি তালা ও বসতবাড়ীর কেচি গেটের দু’টি তালা ভেঙ্গে অস্ত্রেরমুখে ভীতি প্রদর্শনপূর্বক মৃত্যু ও গুরুতর আঘাতের ভয় দেখিয়ে সোনার গহনা ১ (এক)টি চিকহার, ০১(এক) জোড়া কানের দুল, ০৪(চার)টি আংটি, টি ০১(এক)জোড়া শাখা বাধানো চুড়ি, যার মোট ওজন ০৭(সাত) ভরি, মুল্য
অনুমান-৬,৩০,০০০/-টাকা নিয়ে নেয়। বাদীর বড় ভাই অশোক পাল এর ঘর হইতে ২,০০,০০০(দুই লক্ষ)টাকা এবং পরিবারেরসদস্যদের ব্যবহৃত সোনার গহনা ০৭(সাত)ভরি, যার মুল্য অনুমান-৬,৩০,০০০(ছয় লক্ষ ত্রিশহাজার)টাকা,
পাশের ঘর হইতে ৩,১৫০ প্যাকেট ডার্বিসিগারেট, যার মুল্য-১,৩৫,০০০/-টাকা, বাদীর ভাতিজা অর্পিতা পাল এর ব্যবহৃত এইচপি ব্যান্ডের০১ (এক) টি ল্যাপটপ, যার মূল্য ৩৫,০০০/-টাকা, বিভিন্ন রুম হইতে বাদীর পরিবারের সদস্যদেরব্যবহৃত ০৭টি মোবাইল ফোন, মুল্য অনুমান-৭৫,০০০/-টাকা, লুন্ঠিত মালামালের মুল্য-১৫,০৫০০০/-(পনেরলক্ষ পাঁচ হাজার)টাকা ও নগদ ২,৫০,০০০(দুই লক্ষ পঞ্চাশ হাজার)টাকা সর্বমোট-১৭,৫৫০০০(সতেরলক্ষ পঞ্চান্ন হাজার)টাকার মালামাল ডাকাতি করে নিয়ে চলে যায়।
গৃহীত ব্যবস্থাঃ খুন – এ বিষয়ে কুষ্টিয়া খোকসা থানার মামলা নং-০৭,তারিখ-২১/০৬/২০২৩, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ও খোকসা থানার মামলা নং-০৮, তারিখ-২২/০৬/২০২৩, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।
ডাকাতি এর বিষয়ে খোকসা মামলা নং-০৬, তারিখ-১৮/০৬/২০২৩
খ্রিঃ,ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়।
অভিযান পরিচালনা ও আসামী গ্রেফতারঃ মামলার রুজুর সাথে সাথে পুলিশ সুপার, কুষ্টিয়ার নির্দেশে তাৎক্ষনিকভাবে সাইবার ক্রাইম ইউনিট ও খোকসা থানা পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তকালে খোকসা থানা পুলিশ স্থানীয় বিভিন্ন ত্য উপাত্তের ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট তাদের সর্বোচ্চ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্তকরণ, গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল এর তত্বাবধানে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্তে সাইবার ক্রাইম ইউনিট ও খোকসাথানার চৌকস টিম নিয়ে রাজবাড়ী জেলা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত ০৫(পাঁচ)জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে তাহারা জানায়, ঘটনার দিন আসামীরা পরষ্পর পরিকল্পনা মোতাবেক বাদীর বাড়ী প্রথমে রেকি করে। ঘটনার পূর্বে তাহারা একযোগে ১৭/১৮ জন মিলে খোকসা থানাধীনআইয়ুব এর ঘাট পার হয়ে খানপুর চরে এসে পূর্বের বিরোধের কারনে তাদের দলের ০১। সামাদ(৩৩),পিতা-হুরমত আলী, সাং-দৌলতখালী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া ও ০২। ফারুক(২৮), পিতা-বিপ্লব মৃধা, সাং-মোলান্দহ, থানা-
জামালপুর,জেলা-ময়মনসিংহ দের জবাই করে হত্যা করে বালির নিচে লাশ পুতে রেখে ডাকাতির জন্য বাদীর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করে। ডাকাতি মামলার বাদীর বাড়ীর চারপাশে ৭/৮ জন পাহারায় রেখে অন্যান্য সদস্যরা তালা ভেঙ্গে প্রবেশ করে বাদীর উপরে বর্নিত মালামাল ডাকাতি করে নিয়েআইয়ুব এর ঘাট পার হয়ে কিছু মালামাল ও নগদ টাকা ভাগাভাগি করে যার যার মতো চলে যায়।গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ অভিযান পরিচালনাকালে ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্তআসামী ০১।
মোঃ মতিয়ার মন্ডল(৪৭), পিতা-মোঃ মনছের মন্ডল, সাং-বসা কুষ্টিয়া, ০২। শান্ত মন্ডল(২০), পিতা-মতিয়ার মন্ডল, সাং-বসা কুষ্টিয়া, উভয় থানা-পাংশা, জেলা-রাজবাড়ী, ০৩।মোঃ সাহস শেখ(২১), পিতা-মজিদ শেখ, সাং-ওসমানপুর কলপাড়া, ০৪। মোঃ রয়েল হোসেন(২১), পিতা-জাহিদুল ইসলাম, সাং-খানপুর, ০৫। মোঃ শুকাই আলী(২৫), পিতা-মোঃ দুলাল প্রমানিক, সাং-বসোয়া পূর্বপাড়া,থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া।
কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংএর মাধ্যমে জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় নিশ্চিত করেন।