পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
Dhaka post today
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ।
নামাজ শেষে বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়। এ সময় সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ সব শ্রেণিপেশার মানুষ এ জামাতে অংশ গ্রহণ করেন।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে ঈদের প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসেন। পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে তিনটি চেকপোস্ট পার হয়ে ঈদগাহ ময়দানে আসেন মুসল্লিরা।
এদিকে ঈদ জামাতকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। ঈদগাহ ময়দানের প্রবেশ মুখে রয়েছে র্যাব-পুলিশের কঠোর নজরদারি। মুসল্লিদের তিন জায়গায় তল্লাশি করার পরই ঈদগাহে প্রবেশ করতে দেন তারা।