রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
Dhaka post today
নিজস্ব সংবাদদাতা:
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
তিনি আজ (২৯ জুন) সকাল আটটায় অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ গ্রহণ করেন।
নামাজে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যরা ছাড়াও মুসল্লিরা অংশগ্রহণ করেছেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।