১৭ আসনের উপনির্বাচনে জাকের পার্টির প্রচারণা
বাংলাদেশের রাজধানী ঢাকার ১৭ আসনের উপনির্বাচনে জাকের পার্টির প্রচারণা তুঙ্গে
Dhaka post today
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের রাজধানী ঢাকা ১৭ আসনের উপ- নির্বাচনে জাকের পার্টির প্রার্থী- কাজী রাশেদুল হাসান রাশেদ -এর প্রতীক। জাকের পার্টির প্রতীক । ভালোবাসার প্রতীক ।
মানবতার প্রতীক। পবিত্র গোলাপ ফুলের প্রচার-প্রচারণা তুঙ্গে। বিশিষ্ট অর্থনীতিবিদ, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান -নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান -অধ্যাপক ডক্টর সায়েম আমির ফয়সল ছাহেব –
ঢাকা ১৭ আসনের সর্বস্তরের জনগণকে এবং দেশ ভাসি কে দেখিয়ে দিলেন মানুষকে কিভাবে ভালবাসতে হয় । মানুষ কে কিভাবে শ্রদ্ধা করতে হয় । মানুষের ভালোবাসা কিভাবে পাওয়া যায় । অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, অধ্যাপক ডক্টর সায়েম আমির ফয়সল ছাহেব সবার প্রতি উদার্ত্ত আহ্বান
জানান – জাকের পার্টির প্রার্থী কাজী রাশেদুল হাসান রাশেদ কে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে – বিপুল ভোটে জয়যুক্ত করে ঢাকা ১৭ অাসন কে উন্নয়ন করার সুযোগ করে দিন।