‘প্রিয়তমা’৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

0 ৪০

‘প্রিয়তমা’৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

dhaka post today

বিনোদন ডেস্ক

সারাদেশের শতাধিক প্রেক্ষাগৃহের পর্দায় চলছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। ইতোমধ্যে দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে ছবিটিকে। বৈরী আবহাওয়ার মধ্যেও সিনেমা হলের বাইরে দর্শকের দীর্ঘ লাইন দেখা গেছে। হল মালিকদের মুখে হাসি ফুটলেও অনেকে টিকিট না পেয়ে মনখারাপ করে বাড়ি ফিরছেন।

দেশের পাশাপাশি আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এ উপলক্ষ্যে সুদূর মার্কিন মুলুকে যাচ্ছেন শাকিব খান। সেখানে বসেই দেখবেন এবারের ঈদের সর্বাধিক আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’।

এ প্রসঙ্গে শাকিব বলেন, “আগামী ৭ জুলাই ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে আমিও সেখানে যাচ্ছি। সেখানেই হয়তো ‘প্রিয়তমা’ দেখব। তবে এবার গিয়ে আর বেশি দিন থাকব না। সপ্তাহখানেক পরই দেশে ফিরব। এরপর নতুন সিনেমা নিয়ে পরিকল্পনায় নামব।”

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.