পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জার নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’

0 ৪০

পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জার নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’

dhaka post today

বিনোদন ডেস্ক

ঈদে মুক্তি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জার নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। সেইসঙ্গে এই সিনেমায় তমার ‘ময়না’ চরিত্রও ব্যাপক প্রশংসিত হয়েছে। 

এসবের মাঝেই বিব্রতকর এক পরিস্থিতির মুখে পড়েছেন এই নায়িকা। ‘সুড়ঙ্গ’ সিনেমায় ময়না চরিত্রকে ধারণ করতে গিয়ে দীর্ঘ সময় অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। বিষয়টি নিয়ে বিভ্রান্তিজনক হেডলাইনে সংবাদ প্রকাশ করায় বিরক্তি প্রকাশ করেছেন তমা।

মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। যেখানে তিনি লিখেছেন, ‘সুড়ঙ্গ’ এর ময়নাকে ধারণ করতে গিয়ে দীর্ঘ সময় অন্য কোনো কাজের সাথে যুক্ত হয়নি। এটা আমার বক্তব্য। কিন্তু দেখলাম একটা নিউজের হেডলাইন ‘তমার হাতে কাজ নেই’ ভাই একটু জেনে বুঝে নিউজ করেন আপনাদের এসব হেডলাইন এর জন্য আমরা আর্টিস্টরা কনট্রোভার্সিতে পড়ি। এটা বিরক্তিকর এবং বিব্রতকর।

রায়হান রাফীর পরিচালনায় প্রথমবারের মতো চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনায় ঈদে ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’।  এ ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। ‘সুড়ঙ্গে’র কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন তিনি। এখানে তার বিপরীতে আছেন তমা মির্জা। ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী।

 

Leave A Reply

Your email address will not be published.