ব্যর্থ ১০৮ জন সংসদ সদস্য এবার কে পাবে এমপির টিকিট
একাদশ সংসদের ১০৮ জন ব্যর্থ এমপি’র তালিকা এখন আ,লীগ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে।
Dhaka post today
নিজস্ব সংবাদদাতা
যারা দ্বাদ্বশ সংসদ নির্বাচনে নৌকার টিকেট প্রাপ্তি থেকে বঞ্চিত হতে যাচ্ছেন।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব জোরেশোরেই প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো দলকে ক্ষমতায় আনতে এবারের নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সকল আসনের সংসদ সদস্যদের বিষয়ে বিস্তর খোঁজ খবর নিচ্ছেন। ইতিমধ্যেই দুটি জরিপ সম্পন্ন হয়েছে এবং চুড়ান্ত প্রার্থির নাম ঘোষণার আগে আরও একটি সবশেষ জরিপ পরিচালিত হবে।
জানা গেছে, ব্যর্থ ১০৮ জন সংসদ সদস্য যাদের মধ্যে এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন তাদের একটি তালিকা শেখ হাসিনার টেবিলে ইতোমধ্যেই জমা দেয়া হয়েছে। গণভবনের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়ট নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, নিজ এলাকায় জনবিচ্ছিন্ন, অজনপ্রিয়, দুর্নীতিতে জড়িত, নিজে এবং পরিবারের সদস্যরা এবং বয়সের কারণে নিষ্ক্রিয় এমন ১০৮ জন এমপি মন্ত্রীর কপাল আগামী সংসদ নির্বাচনে পুড়তে পারে। তাদের বিষয়ে আরো অধিকতর খোঁজ খবর নেয়া হবে বলেও জানা গেছে।
গণভবণের সূত্র থেকে জানা গেছে, বাদ পড়া তালিকায় থাকা এমপিদের মধ্যে ঠাকুরগাঁও এ ১ জন, দিনাজপুরে ২ জন, নীলফামারিতে ১ জন, কুড়িগ্রামে ১ জন, গাইবান্ধাতে ২ জন, বগুড়াতে ১ জন, নওগাঁয় ২ জন, রাজশাহীতে ২ জন, নাটোরে ১ জন, সিরাজগঞ্জে ২ জন, পাবনাতে ২ জন, কুষ্টিয়াতে ১ জন, চুয়াডাঙ্গাতে ১ জন, ঝিনাইদহে ২ জন তালিকায় রয়েছেন।
এছাড়া ব্যর্থ এমপি মন্ত্রীদের তালিকায় রয়েছেন যশোর থেকে ৩ জন, নড়াইলে ১ জন, বাগেরহাটে ১ জন, খুলনায় ১ জন, সাতক্ষীরাতে ২ জন, বরগুনাতে ১ জন, পটুয়াখালীতে ২ জন, ভোলাতে ২ জন, বরিশালে ৩ জন, ঝালকাঠিতে ১ জন, টাঙ্গাইলে ৪ জন, জামালপুরে ২ জন, ময়মনসিংহে ৫ জন, নেত্রকোনাতে ৩ জন, কিশোরগঞ্জে ২ জন, মানিকগঞ্জে ২ জন, মুন্সিগঞ্জে ২ জন, ঢাকায় ১১ জন, গাজীপুরে ১ জন।
এছাড়াও নরসিংদীতে ৩ জন, নায়ায়ণগঞ্জে ১ জন, রাজবাড়ী ২ জন, ফরিদপুরে ২ জন, মাদারীপুরে ১ জন, সুনামগঞ্জে ২ জন, সিলেটে ১ জন, মৌলভীবাজারে ১ জন, হবিগঞ্জে ২ জন, ব্রাক্ষ্মণবাড়িয়াতে ১ জন, কুমিল্লাতে ৪ জন, চাঁদপুরে ২ জন, ফেনীতে ১ জন, নোয়াখীলীতে ২ জন, লক্ষীপুরে ১ জন, চট্টগ্রামে ৬ জন, কক্সবাজারে ২ জন।
সূত্র মতে, এই ১০৮ এমপির মধ্যে ১৭ জন সংসদ সদস্য বয়সের কারণে নিজ এলাকায় সময় দিতে পারছেন না। বাকিরা বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত।
আগামী সংসদ নির্বাচনে তাদের আসনে নতুন মুখ খোঁজা হচ্ছে। এক্ষেত্রে পরিচ্ছন্ন, মেধাবী, আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং সর্বোপরি এলাকার মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে তাকেই মনোনয়ন দেয়া হবে।
সূত্র মতে, শেখ হাসিনার কাছে সকল এমপি মন্ত্রীদেরই আমলনামা রয়েছে। তিনি ইতিমধ্যেই আগামী নির্বাচনে কাদের মনোনয়ন দিবেন এমন বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। শত ফুলের মধ্য থেকে সবচে ভালো ফুলটি তিনি বেছে নিবেন।
তবে একথাও অস্বীকার করার সুযোগ নেই, দল টানা তিন বার ক্ষমতায় কতিপয় সংসদ সদস্য আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। অনেকের আত্মিয় স্বজন দুর্নীতিতে বিশ্বরেকর্ডও গড়েছেন।
আবার অনেকে বয়সের কারণে রাজনীতিতে জনগণকে ঠিক মতো সময় দিতে পারছেন না। সেক্ষেত্রে শতাধিক এমপির যে কথা বলা হয়েছে, তা অমূলক নয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জুহুরি চোখ তরুণ-উদীয়মান পরিচ্ছন্ন রাজনীতিবিদদের মনোনয়ন দিবেন, এতে সন্দেহের অবকাশ নেই।
এছাড়াও দল থেকে সরকারকে পৃথক করার যে মিশন তার বাস্তবায়ন এবারের মনোনয়নে প্রায় শতভাগই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।অর্থাৎ যারা দলিয় পদে থাকবেন তাদেরকে সরকারের অংশ করা নাও হতে পারে।এবারের মনোনয়ন তালিকা সেভাবেই সাজানো হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।