মা ও শিশু পুত্র হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার
চৌদ্দগ্রাম থানায় পারিবারিক পূর্ব কলহের জেরে মা ও শিশু পুত্র হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার।
Dhaka post today
নিজস্ব সংবাদদাতা:
গত ০৪/০৭/২০২৩ খ্রিঃ তারিখে ভিকটিম মৃত আয়েশা আক্তার নিপা (২৬), স্বামী-আনোয়ার হোসেন, সাং-পাঁচরা, বেপারী বাড়ী, চৌদ্দগ্রাম পৌরসভা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা গত ০৪/০৭/২০২৩ খ্রিঃ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় তার ছেলে ১। আলী হাসান মোঃ মোজাহিদ (৮), ২। জিহান (২.৫ ) স্বয়কে নিয়ে তার নিজ বসত ঘরের কক্ষে ঘুমিয়ে পড়ে।
রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় ভিকটিম আয়শা আক্তারের ঘরে পূর্বে থেকে লুকিয়ে থাকা অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী ভিকটিম ও তার ছেলে আলী হাসান মোঃ মোজাহিদ এর উপর গাছের লাকড়ী নিয়ে অতর্কিত হামলা শুরু করে এবং এলোপাথারী আঘাত করে ভিকটিমের মাথায়, পেটে ও বুকে গুরুতর জখম করে। উপর্যপুরি আঘাতে ভিকটিম আয়েশা ঘটনাস্থলে মৃত্যুবরন করে। ভিকটিম আয়েশা আক্তারের ছেলে মোজাহিদ এর মাথায়, পেটে, বুকে ও পায়ে গুরুতর ফাটা রক্তাক্ত জখম হয়।
ভিকটিম মোজাহিদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর জখমী ভিকটিম মোজাহিদকে তাৎক্ষণিক চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ০৫/০৭/২০২৩খ্রিঃ তারিখ ভোর অনুমান ২৫.০০ ঘটিকায় মোজাহিদ মারা যায়। কুমিল্লা জেলার মান্যবর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ও স্থানীয় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভিকটিম আয়েশা আক্তারের ভাসুরের ছেলে আসামী মোঃ আব্দুল্লাহ আল শাহেদ (১৫), পিতা-মীর হোসেন, মাতা- ফাতেমা বেগম, সাং-পাঁচরা, বেপারি বাড়ী, চৌদ্দগ্রাম পৌরসভা, ০২নং ওয়ার্ড, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে সনাক্ত করা হয়।
পরবর্তীতে চৌদ্দগ্রাম সার্কেল এএসপির নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম আজ ০৫/০৭/২০২৩খ্রিঃ তারিখ দীর্ঘ অভিযান পরিচালনা করে আসামী মোঃ আব্দুল্লাহ আল শাহেদ(১৫)কে চৌদ্দগ্রাম হোসাইনিয়া মাদ্রাসা হতে গ্রেফতার করে। হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা গাছের লাকড়ির উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ-
মোঃ আব্দুল্লাহ আল শাহেদ (১৫), পিতা-মীর হোসেন, মাতা- ফাতেমা বেগম, সাং-পাঁচরা, বেপারি বাড়ী, চৌদ্দগ্রাম পৌরসভা, ০২নং ওয়ার্ড, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা