বগুড়ায় তিন পুলিশ কর্মকর্তাকে রদবদল
বগুড়ায় তিন পুলিশ কর্মকর্তাকে রদবদল
Dhaka post today
(বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলায় পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে এক যোগে রদবদল করা হয়েছে। রোববার জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এক অফিস আদেশে এ রদবদল করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী জনস্বার্থে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকীকে পুলিশ পরিদর্শক ওআর হেডকোয়াটার্স বগুড়া, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইহান
ওলিউল্লাহকে অফিসার ইনচার্জ সদর থানা বগুড়া ও উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মুস্তাফিজ হাসানকে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে। বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার সাংবাদিকদের জানান তিন পুলিশ পরিদর্শক নিয়মিত বদলি হয়েছেন।