বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
Dhaka post today
(বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলার আদমদিঘী উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে গতকাল রাত সোয়া তিন ঘটিকার সময় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত একজন যুবক নিহত হয়েছে। যার আনুমানিক বয়স (২৫) বছর।
গতকাল (১১ জুলাই) মঙ্গলবার রাত সোয়া তিন ঘটিকার সময় আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত অজ্ঞাত যুবকের পরনে ছিলো টাউজার ও গেঞ্জি। লাশের পরিচয় শনাক্তের জন্য বগুড়া পিবিআই পুলিশের ক্রাইমসিনের একটি দল কাজ শুরু করেছে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে থানার পুলিশ বাহিনী পাহারার সময় রাত সোয়া ৩টায় জানতে পারে, মহাসড়কে আদমদীঘির অদূরে মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। উক্ত ঘটনা জানার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আদমদীঘি দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আজ বুধবার সকালে পিবিআই ক্রাইমসিনের একটি দল লাশের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে কাজ শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
আদমদীঘি থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।