কোনাপাড়ায় রড কারখানায় রড চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
Dhaka post today
এম রাসেল সরকার:
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি রড কারখানায় রড চাপা পড়ে আব্দুল খালেক (৩০) নামের এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।
খালেকের সহকর্মী ইয়াসিন বলেন, আমরা যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় একটি রড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করি। আজ বিকেলে ক্রেনে করে রড উপরে উঠানোর সময় ক্রেন থেকে রড গিয়ে তার গায়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খালেকের বাড়ি শেরপুর জেলায়। তার বাবার নাম শাহজাহান। তিনি যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় থাকতেন।