ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৪ জন

0 ৩৫

ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৪ জন

dhaka post today

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০ জন। এতে করে জেলায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৪ জনে। 

শনিবার (১৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ৩৫৪ জন। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৭ এবং জেলায় অন্যান্য হাসপাতালগুলোতে ২৪২ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৯৪৯ জন।

 

Leave A Reply

Your email address will not be published.