দশমিনায় দুই ভাইয়ের হামলায় এইচএসসি পরীক্ষার্থী আহত 

0 ৬৪

দশমিনায় দুই ভাইয়ের হামলায় এইচএসসি পরীক্ষার্থী আহত 

Dhaka post today
রবিউল হাসান ডব্লিউ,দশমিনা(পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় ফুটবল খেলাকে কেন্দ্র
এইচএসসি পরিক্ষার্থী বায়জিদ হোসেন (১৯) নামের একজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।

শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার বহমরপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়,গত বুধবার বিকালে দক্ষিণ আদমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ড হয়। ওই ঘটনায় শনিবার শেষ বিকালে বাড়ি থেকে স্থানীয় এক বাজারে যাবার সময় পিছন থেকে মো.ফাহাদ ও রাহাত নামের দুই ভাই বায়জিদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে স্থানীয় ও স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

আহতের কাকা মো. হেলাল উদ্দিন মৃধা বলেন, এঘটনায় আইনি ব্যবস্থা নেয়া নেয়া হবে।

এবিষয়ে দশমিনা থানা ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.