মোটর সাইকেল চোর চক্রের ০১জন সক্রিয় সদস্য গ্রেফতার

0 ৭০

কুমিল্লা কোতয়ালী থানা কর্তৃক ০১টি সুজুকি মোটর সাইকেল চুরির ১২ ঘন্টার মধ্যেই চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ০১জন সক্রিয় সদস্য গ্রেফতার সংক্রান্তে ।

Dhaka post today
নিজস্ব সংবাদদাতা:

কোতয়ালী মডেল থানাধীন শাহপুর সাকিনস্থ শাহপুর দরগা শরীফের মেইন গেইটের বাম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে জনৈক ফখরুল হাসান(২৮), পিতা-কনু মিয়া, মাতা-আমেনা বেগম, সাং-চান্দপুর (মধ্যম পাড়া, অহিদ মেম্বারের বাড়ী), ওয়ার্ড নং- ০৮, ৫নং পাঁচথুবী ইউপি, থানা-

কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা এর ব্যবহৃত গ্রে কালারের সুজুকি কোম্পানীর ১৫৫ সিসি মোটর সাইকেল, যাহার রেজিঃ নং- কুমিল্লা-ল-১৩-৮১৮৮, যাহার চেসিস নং-RMBL- NG4BW-127762, ইঞ্জিন নং -BGA1-758937 মূল্য অনুমান ১,৭৫,০০০/- টাকা মূল্যমানের মোটর সাইকেলটির লক ভেঙ্গে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। বর্ণিত ঘটনায় ফখরুল হাসানের লিখিত অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার মামলা নং- ৬০, তারিখ- ১৬ জুলাই, ২০২৩ ধারা- ৩৭৯ The Penal Code, 1860 রুজু করা হয়।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ীতে কর্মরত মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/ মফিজুর রহমান, ঘটনার স্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তির সহায়তায় বর্ণিত চোরাই মোটর সাইকেলটি উদ্ধারের লক্ষে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অদ্য ১৬/০৭/২০২৩খ্রিঃ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন টমছমব্রীজ সংলগ্ন ইষ্টার্ণ ট্রেডিং করর্পোরেশনের সামনে থেকে চোর চক্রের সক্রিয় সদস্য ধৃত আসামী মোঃ রবিউল আলম (৩৫), পিতা-মোঃ কাকন মিয়া, সাং-সংরাইশ থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা এর দখল হইতে চোরাই মোটর সাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বের ০১টি মাদক মামলা বিচারাধীন রহিয়াছে।

Leave A Reply

Your email address will not be published.