মোটর সাইকেল চোর চক্রের ০১জন সক্রিয় সদস্য গ্রেফতার
কুমিল্লা কোতয়ালী থানা কর্তৃক ০১টি সুজুকি মোটর সাইকেল চুরির ১২ ঘন্টার মধ্যেই চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ০১জন সক্রিয় সদস্য গ্রেফতার সংক্রান্তে ।
Dhaka post today
নিজস্ব সংবাদদাতা:
কোতয়ালী মডেল থানাধীন শাহপুর সাকিনস্থ শাহপুর দরগা শরীফের মেইন গেইটের বাম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে জনৈক ফখরুল হাসান(২৮), পিতা-কনু মিয়া, মাতা-আমেনা বেগম, সাং-চান্দপুর (মধ্যম পাড়া, অহিদ মেম্বারের বাড়ী), ওয়ার্ড নং- ০৮, ৫নং পাঁচথুবী ইউপি, থানা-
কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা এর ব্যবহৃত গ্রে কালারের সুজুকি কোম্পানীর ১৫৫ সিসি মোটর সাইকেল, যাহার রেজিঃ নং- কুমিল্লা-ল-১৩-৮১৮৮, যাহার চেসিস নং-RMBL- NG4BW-127762, ইঞ্জিন নং -BGA1-758937 মূল্য অনুমান ১,৭৫,০০০/- টাকা মূল্যমানের মোটর সাইকেলটির লক ভেঙ্গে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। বর্ণিত ঘটনায় ফখরুল হাসানের লিখিত অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার মামলা নং- ৬০, তারিখ- ১৬ জুলাই, ২০২৩ ধারা- ৩৭৯ The Penal Code, 1860 রুজু করা হয়।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ীতে কর্মরত মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/ মফিজুর রহমান, ঘটনার স্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তির সহায়তায় বর্ণিত চোরাই মোটর সাইকেলটি উদ্ধারের লক্ষে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অদ্য ১৬/০৭/২০২৩খ্রিঃ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন টমছমব্রীজ সংলগ্ন ইষ্টার্ণ ট্রেডিং করর্পোরেশনের সামনে থেকে চোর চক্রের সক্রিয় সদস্য ধৃত আসামী মোঃ রবিউল আলম (৩৫), পিতা-মোঃ কাকন মিয়া, সাং-সংরাইশ থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা এর দখল হইতে চোরাই মোটর সাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বের ০১টি মাদক মামলা বিচারাধীন রহিয়াছে।