ডিস্ট্রিক্ট গভর্নর এর সম্বর্ধনা ও ক্লাব প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ

0 ৭৪৫

ডিস্ট্রিক্ট গভর্নর এর সম্বর্ধনা ও ক্লাব প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ।

Dhaka post today
এম রাসেল সরকার:

গত ১৫ ই জুলাই ২০২৩ ইং সন্ধ্যা ৭,৩০ মিনিটে, ঢাকার মতিঝিলস্থ একটি হোটেলে উদ্যোমী কিছু তরুন লায়ন নেতৃবৃন্দের প্রতিষ্ঠিত লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লু-স্কাই, ডিষ্ট্রিক্ট ৩১৫ বি১ বাংলাদেশ, লায়ন্স ইন্টারন্যাশনাল এর Charge Handover & Takeover সাথে Club Installation Program অনুষ্ঠিত হয়। সেই সাথে ডিস্ট্রিক্ট গভর্নর মো: লুৎফর রহমান এমজেএফ কে এক চমকপ্রদ সম্বর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা গভর্ণর লায়ন মো: লুৎফর রহমান এমজেএফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আশরাফ হোসেন খান হিরা ও দ্বিতীয় জেলা ভাইস জেলা গভর্ণর লায়ন ডঃ এ কে এম সারোয়ার জাহান জামিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি অফ দি ডিস্ট্রিক্ট লায়ন শিরিন আক্তার রুবি, জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন ও স্পাউস লায়ন আরফিন জামান চৌধুরী সারিকা।

জেলা কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ আসাদুজ্জামান লিটু ও স্পাউস রোকসানা আক্তার রুমা সহ জেলার অসংখ্য লিও ও লায়ন সহ লায়ন্স ক্লাব অফ ঢাকা ব্লু স্কাই এর ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন কাজী আবদুর রহিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম অংশের সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন ক্লাব সভাপতি লায়ন মীর হোসেন রাসেল, এবং দ্বিতীয় অংশের সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান সভাপতি লায়ন মো: শরিফ হোসেন।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে লায়ন বর্ষ ২০২৩-২০২৪ এ ক্লাবকে নেতৃত্ব দেওয়ার দৃঢ় অঙ্গীকার প্রত্যয়কৃত সভাপতি হিসাবে নির্বাচিত হয় লায়ন মো: শরিফ হোসেন ও আই.পি.পি হিসাবে লায়ন মীর হোসেন রাসেল।

নব নির্বাচিত ক্লাব সহ-সভাপতি লায়ন সর্দার মাসুদ করিম মিল্টন এবং সাধারণ সম্পাদক হিসাবে লায়ন সাব্বির আহাম্মেদ, সহ-সাধারণ সম্পাদক লায়ন সদর উদ্দিন হেলাল, সহ-সাধারণ সম্পাদক লায়ন মো: মাসুদ ও ক্লাব ট্রেজারার রোমানা আফরোজা রিমঝিম, ক্লাব সহ-কোষাধক্ষ: লায়ন ইমতিয়াজ উদ্দিন, ক্লাব-সহ কোষাধক্ষ: লায়ন নুর হোসেন

সোহাগ, ক্লাব ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর লায়ন আহাদুজ্জামান আহাদ, ক্লাব মার্কেটিং চেয়ারপারসন হিসাবে লায়ন সৈয়দ ফারদিন আহসান, ক্লাব এলসিআই কো-অর্ডিনেটর লায়ন মাঈন উদ্দিন ভূঁঞা (ডিপিএম), ক্লাব মেম্বারশীপ চেয়ারপারসন লায়ন ইলিয়াছ ভূঁঞা ও অন্যান্য সদস্যগন।

মাননীয় জেলা গভর্নর লায়ন মো: লুৎফর রহমান এমজেএফ তার বক্তব্যে , ক্লাবকে এভাবে সূসংগঠিত হয়ে ক্লাব পরিচালনা সহ ক্লাবের পক্ষথেকে সেবা মূলক কাজে বেশি বেশি সম্পৃক্ত থাকার জন্য অনুরোধ জানান। তিনি আশা করেন লায়ন্স ক্লাব অফ ঢাকা ব্লু স্কাই এভাবে কাজ করে গেলে খুব অল্প সময়ের মধ্যেই জেলার একটি অন্যতম সেরা ক্লাব হিসেবে তাদের মাথা উঁচু করে দাড়াবে।

সদ্য দ্বায়িত্ব প্রাপ্ত সভাপতি তার সমাপনি বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলে ধন্যবাদ জানান, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তার লায়ন বছরে আরো বেশি করে সেবামূলক ভালো কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ অংশে কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.