১৩ বছর পর অপহরন এজাহারনামীয় আসামী গ্রেফতার
পিবিআই, নাটোর কর্তৃক ১৩ বছর পর অপহরন এজাহারনামীয় আসামী গ্রেফতার
Dhaka post today
নিজস্ব সংবাদদাতা:
১৩ বছর পূর্বে সিংড়া থানায় সূত্রোক্ত অপহরন মামলাটি রুজু হয়। মামলাটি প্রথমে থানা পুলিশ, পরে সিআইডি এবং শেষে নাটোর জেলা ডিবি তদন্ত করে আসামী গ্রেফতার এবং মামলার ভিকটিম উদ্ধার ব্যতীত বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মাআমলার ভিকটিম উদ্ধার এবং আসামী গ্রেফতার না করে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করায় মামলার বাদীনি বিজ্ঞ আদালতে নারাজির আবেদন করেন। বিজ্ঞ আদালত উক্ত নারাজির আবেদন গ্রহণ করতঃ মামলাটি অধিকতর তদন্তের জন্য গত
২৫/০১/২০২৩ খ্রিঃ পিবিআই, নাটোর জেলাকে নির্দেশ প্রদান করেন। তৎপ্রেক্ষিতে পুলিশ সুপার, পিবিআই, নাটোর মহোদয় মামলাটির তদন্তভার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শফিকুল ইসলাম এর উপর অর্পন করেন। তদন্তকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এবং পিবিআই হেডকোয়ার্টার্স এর এলআইসি টিম এর
অত্যাধূনিক তথ্য প্রযুক্তির সহায়তায় সূত্রোক্ত মামলার ১ নং এজাহারনামীয় আসামী মোঃ রেজাউল করিম (৪২), পিতাঃ মৃত নজির সরকার, সাং- পুঠিমারি, থানাঃ সিংড়া, জেলাঃ নাটোর কে ১৮/০৭/২০২৩ খ্রিঃ রাত্রি অনুমান ০০.২০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নলাম গ্রাম হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।