বকশীগঞ্জে রূপালী ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

0 ১৩৫

বকশীগঞ্জে রূপালী ব্যাংকের উদ্যোগে
স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

Dhaka post today
রতন ইন‌তিসার,বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রূপালী ব্যাংক বকশীগঞ্জ শাখার উদ্যোগে চন্দ্রাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ছোট বেলা থেকে শিশু শিক্ষার্থীর মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষে এই ক্যাম্পেইনের আয়োজন করে রূপালী ব্যাংক। শিক্ষার্থীরা বিনামূল্যে রূপালী ব্যাংকে এই একাউন্ট করতে পারবেন বলে জানান ব্যাবস্থাপক।
স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-মহাব্যাবস্থাপক ও জোনাল ম্যানেজার মোহাম্মদ মনোয়ার হোসেন।

উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফরিদুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাজেদুল ইসলাম,চন্দ্রাবাজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি এ.কে এম হামিদুল্লাহ ও প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপালী ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যাবস্থাপক এ.কে.এম আহসানুল হামিদ। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.