রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনা গাড়ির চালক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনা গাড়ির চালক নিহত
dhaka post today
প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মদ আলী (২৫) নামে এক লেগুনা গাড়ির চালক নিহত হয়েছেন।
সকাল সাতটার দিকে ড. মাহবুবুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোনজামাই জসীমউদ্দীন জানান, মোহাম্মদ আলী পেশায় লেগুনা চালক ছিলেন। আজ (বুধবার) সকালে তিনি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের রাস্তা দিয়ে পায়ে হেঁটে কাজে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিলেন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মোহাম্মদ আলী বর্তমানে ডেমরা কোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছিল। বিষয়টি তারাই তদন্ত করছে।