গাজীপুর ৪ কাপাসিয়া আসনে জাকের পার্টির প্রার্থী ডাঃ জুয়েল কবির

0 ১২৫

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৪ কাপাসিয়া আসনে জাকের পার্টির প্রার্থী ডাঃ জুয়েল কবির

Dhaka post today
গাজীপুর প্রতিনিধি:

জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল ছাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল ছাহেব দয়ের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর ৪ কাপাসিয়া আসনে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের অধীনে সকল নির্বাচনে অংশ গ্রহন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছে জাকের পার্টি গাজীপুর ৪ কাপাসিয়া আসনে জাকের পার্টির প্রার্থী
ডাঃ জুয়েল কবির সাংবাদিকদের কে জানান জাকের পার্টি একটি আদর্শভিত্তিক দল জাকের পার্টি কাজ ই হচ্ছে মানব সেবা মানুষকে আদর্শের পথে নিয়ে আসা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কে রক্ষা করা তাই সকলকে আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসেন তাহলেই প্রকৃত শান্তি আসবে স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকবেন জাকের পার্টির প্রতীক ভালবাসার প্রতি মানবতার প্রতীক পবিত্র গোলাপ ফুলে সকলেই সমর্থন দিন

Leave A Reply

Your email address will not be published.