আমাকে নিয়ে কোনো ট্রোল না হলে আমি চিন্তিত হয়ে পড়ি

0 ৩৬

আমাকে নিয়ে কোনো ট্রোল না হলে আমি চিন্তিত হয়ে পড়ি

dhaka post today

বিনোদন ডেস্ক

কয়েকদিন আগেই দ্বিতীয়বারের মতো মা হওয়ার সুখবর দিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরপরই স্বামী-সন্তানকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছেন তিনি। 

সেখানে নিজের কাটানো প্রতি মুহুর্ত প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। বিভিন্ন ছবি ও ভিডিওতে ধরা দিচ্ছেন খোলামেলা, সাহসী রূপে।

এসব নিয়ে সমালোচনাও শুনতে হচ্ছে বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা এই অভিনেত্রীর। বিষয়টি যে মোটেও ভালোভাবে নেননি তিনি, সেটাই বোঝা গেল ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে।

হিন্দুস্তান টাইমসের খবর, কিছুদিন আগে বলিউড বাদশাহ শাহরুখ খান সমালোচকদের উদ্দেশে কিছু কথা বলেছিলেন।

যেখানে এই অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমাকে নিয়ে অনেকদিন কোনো ট্রোল না হলে আমি চিন্তিত হয়ে পড়ি। আমার জনপ্রিয়তা কমে গেল নাকি! ট্রোলারের প্রোফাইল চেক করি। ও আচ্ছা, পরীক্ষা চলছে তাহলে ঠিক আছে! আমি শুধু সমালোচকদের একটাই অনুরোধ করব টুইটারে গালাগালি করলে বানানটা ঠিক করে নেবেন। ভুল বানানে না সেই মজাটা আসে না!’

শাহরুখের সেই ইন্টারভিউর ভিডিও নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘সমালোচকদের জন্য আমার অনুভূতি।’

তার এই পোস্টের পর থেকেই ভক্তদের মন্তব্য, নিন্দুকদের নিয়ে শাহরুখের মতো করেই ভাবেন এই অভিনেত্রী সেটাই যেনো বোঝাতে চাইলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.