সন্তানের জন্য ডাক্তারের হাতে মারধর খাওয়া বাবার জামিন

0 ১৫২

সন্তানের জন্য ডাক্তারের হাতে মারধর খাওয়া বাবার জামিন

dhaka post today

এম রাসেল সরকার:

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ডেঙ্গু আক্রান্ত শিশু আদিবাকে (৭) ভর্তি করাতে গিয়ে হাতাহাতি ও ডাক্তারের হাতে নির্যাতিত ঘটনায় গ্রেপ্তার বাবা হাবিবুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। এসময় পাঁচ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন আদালত। বৃহস্পতিবার (২৭ জুলাই) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক মো. আব্দুল মান্নান।

এদিন আসামিপক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোরাদুল আরিফিন (মারুফ)। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম তার জামিন মঞ্জুর করেন। এসময় মামলার বাদীকে জামিন নিয়ে কোনো আপত্তি আছে কিনা জানতে চাইলে তিনি আপত্তি নেই বলে জানান।

আদালতে মুগদা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৬ জুলাই) দুপুরের দিকে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে নিজের ডেঙ্গু আক্রান্ত শিশু সন্তানকে ভর্তি করানো নিয়ে চিকিৎকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মামলা হয়। যদিও শেষ পর্যন্ত ওই শিশুকে মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

জানা গেছে, মুগদা হাসপাতালে নতুন করে শয্যা ফাঁকা না হওয়ায় শিশুর বাবাকে পার্শ্ববর্তী অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানানো হয়। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে চিকিৎসক ভুক্তভোগি শিশুর বাবা ওপর চড়াও হন ডাক্তার। অতঃপর ভুক্তভোগী শিশুর বাবা কে চিকিৎসক কলার ধরে কিল-ঘুষি মারতে থাকেন। তারপর মুগদা থানার পুলিশ এসে শিশুর বাবাকে থানায় নিয়ে যান।

Leave A Reply

Your email address will not be published.