বকশীগঞ্জে যুবকের কাঠ বাগানে ঝুলন্ত মরদেহ উদ্ধার

0 ৯৫

বকশীগঞ্জে যুবকের কাঠ বাগানে ঝুলন্ত মরদেহ উদ্ধার

রতন ইনতিসার,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি॥

জামালপুরের বকশীগঞ্জে মান্না মিয়া (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। রোববার দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসির পাড়া মন্ডল পাড়া গ্রামে কাঠের বাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মান্না মিয়া ওই এলাকার আসলাম মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার রাত ১০ টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মান্না। অনেক রাতেও বাড়ি না ফিরলে বাড়ির লোকজন অনেক খোজাখুজি করে। রোববার সকালে বাড়ির পাশে কাঠ বাগানে ঝুলন্ত অবস্থায় মান্নার মরদেহ দেখতে পার স্থানীয় বাসিন্ধারা। পরে এলাকাবাসী পুলিশকে জানালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে জানা যাবে এটি আসলে হত্যা না আত্মহত্যা। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রতন মিয়া,বকশীগঞ্জ, জামালপুর।

Leave A Reply

Your email address will not be published.