এখন পর্যন্ত বিয়ে করেননি – কঙ্গনা রানাওয়াত

0 ৩৭

এখন পর্যন্ত বিয়ে করেননি – কঙ্গনা রানাওয়াত

dhaka post today

বিনোদন ডেস্ক

বলিউডের বিতর্কিত ও আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ব্যক্তিগত জীবনে একাধিকবার প্রেমের সম্পর্কে জড়ালেও এখন পর্যন্ত বিয়ে করেননি তিনি। 

তবে এই নায়িকার সঙ্গে বিভিন্ন সময়েই নাম জড়িয়েছে বহু অভিনেতার। তাদেরই একজন অধ্যয়ন সুমন। ‘রাজ : দ্য মিস্ট্রি’ কনটিনিউ ছবিতে কঙ্গনার সঙ্গে কাজ করেছিলেন এই অভিনেতা। সেই সুবাদেই বছরখানেক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। পরে সেই সম্পর্ক তিক্ততার সঙ্গে ভেঙে যায়।

কঙ্গনার সঙ্গে সম্পর্কের ইতি টানার পর মুখে কুলুপ এঁটেছিলেন সুমন। কিন্তু ৮ বছর পর প্রাক্তন প্রেমিকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এ অভিনেতার ভাষ্য, ‘কঙ্গনা প্রেমিকা হিসেবে ভয়ানক।’

কিন্তু কেনো এমনটা বলেছিলেন সুমন? নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘কথাগুলো বলার জন্য আমি কিন্তু সংবাদ সম্মেলন করিনি কিংবা হইচই করিনি। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলেছিলাম। আর সেটা বলা দরকার ছিল।’

সুমন আরও বলেন, ‘এটা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। আমিও তো মানুষ। আমি এমন একটা সময়ে কথা বলেছিলাম অনেকেই জানতেন না ঠিক কী ঘটেছিল।’

২০১৭ সালে কঙ্গনাকে নিয়ে মন্তব্য করার পর অনেকে বলেছিলেন, লাইমলাইটে আসার জন্য সুমন এমনটা করেছে। এ বিষয়ে অভিনেতার ভাষ্য, ‘আমি যদি প্রচারের স্বার্থে কথা বলতাম, তাহলে ২০০৯ সালের ঘটনা ২০১৭ সালে গিয়ে বলতাম না। আর এটা বলার জন্য পেশাগত জগতে কোনো পার্থক্য তৈরি হয়নি। কাজ পাওয়া যায় প্রতিভার জোরে। লোকজন তখন আমার সমালোচনা করেছিলেন। পরে তারাই বিষয়টি বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চেয়েছেন। তাই আমি এটা নিয়ে কোনো অনুশোচনা করি না।’

এর আগে সুমন অভিযোগ করেছিলেন, কঙ্গনা তাকে জ্যোতিষীদের কাছে নিয়ে গিয়ে তার ওপর কালো জাদু করার চেষ্টা করেছিলেন। অভিনতা বলেন, ‘পূজা করার জন্য কঙ্গনা একদিন আমাকে তার বাড়িতে ডাকে। আমি রাত সাড়ে ১১টা নাগাদ পৌঁছাই। কারণ পূজা শুরু হওয়ার কথা রাত ১২টায়। কঙ্গনার অ্যাপার্টমেন্টে ছোট একটি গেস্ট রুম ছিল, সেখানে কালো পর্দা এবং কালো কাপড়ে ঢাকা ছিল ভগবানের মূর্তি, চারিদিকে আগুন। তা ছাড়াও আরো কিছু ভীতিকর জিনিস রাখা ছিল। কঙ্গনা আমাকে কিছু মন্ত্র উচ্চারণ করতে বলে এবং আমাকে আটকে রাখে। সেদিন আমি ভয় পেয়েছিলাম। কিন্তু আমি সেটা না করে বাড়ি থেকে বেরিয়ে আসি।’

 

Leave A Reply

Your email address will not be published.