ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিন গ্রেপ্তার
dhaka post today
জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে অবশেষে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের উপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে তুলে নেওয়ার অভিযোগ করা হয়।
বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, বিএনপির ডাকা সমাবেশের কোনো অনুমতি ছিল না। সমাবেশের দিন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। দুটি মামলায় এমপি সালাউদ্দিন আহমেদ প্রধান আসামি। সেই দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে তুলে নেওয়ার অভিযোগ করা হয়