৩৫ কেজি গাঁজাসহ একটি ড্রাম ট্রাক আটক
চৌদ্দগ্রাম মিয়াবাজারে ৩৫ কেজি গাঁজাসহ একটি ড্রাম ট্রাক আটক করেছে হাইওয়ে পুলিশ।
মোস্তফা কামাল মজুমদার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে ৩৫(পঁয়ত্রিশ) কেজি গাঁজাসহ একটি ড্রাম ট্রাক আটক করেছে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (০৪ আগষ্ট ২০২৩খ্রিঃ) সকাল অনু: ০৬:১৫ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শামুকসার মোড় এলাকা থেকে আটক করা হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে তালতলা নামক স্থানে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই/(নিরস্ত্র) মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালীন একটি ড্রাম ট্রাক যাহার রেজি: নং ঢাকা মেট্রো ট-২৪-৬১৭৮ দ্রুত ও বেপরোয়া গতিতে আসতে দেখে থামানোর সংকেত দিলে হাইওয়ে পুলিশের সংকেত অমান্য করে দ্রুত ও বেপরোয়া গতিতে চলে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ পেছনে ধাওয়া করলে চৌদ্দগ্রাম থানাধীন শামুকসার নামক স্থানে ড্রাম ট্রাকটি রেখে ড্রাম ট্রাকের অজ্ঞাতনামা চালক দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাম ট্রাকটি তল্লাশি করে ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।