বকশীগঞ্জ স্হায়ী বাস্ট্যান্ড নেই যাত্রীসেবা ব্যাহত
বকশীগঞ্জ স্হায়ী বাস্ট্যান্ড নেই যাত্রীসেবা ব্যাহত
dhaka post today
রতন ইনতিসার,বকশীগঞ্জ(জামালপুর)
বকশীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস চলাচলের জন্য নিদিষ্ট কোন বাসষ্ট্যান্ড নেই। প্রতিদিন বকশীগঞ্জ থেকে শতাধিক দূরপাল্লার বাস রাজধানী ঢাকা সহ সারা দেশে যাতায়াত করে থাকে। দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো রাস্তার উপর দ্বার করিয়ে যাত্রী উঠানামা করে থাকে। বকশীগঞ্জে নির্ধারিত বাসষ্ট্যান্ড না থাকায় জামালপুর কামালপুর সড়কের রাস্তার উপর যাত্রী উঠানামা করার ফলে বকশীগঞ্জের সদর সড়কগুলো দিবারাত্রি অস্থায়ী বাস্ট্যান্ডে পরিণত হয়ে থাকে।
একারণে বটতলা মোড়ে যানজট লেগেই থাকে। রাস্তায় চলাচলরত শিক্ষার্থী সহ সর্ব সাধারণের পথচলাচলাচলে দারুণভাবে ভোগান্তির শিকার হয়ে থাকে। বিগত ২০০৩ সালে বকশীগঞ্জ উপজেলা প্রতিষ্ঠি হওয়ার পর রাজধানী ঢাকা সহ সারা দেশের সাথে সড়ক যোগাযোগ চালু হয়। সুদীর্ঘ ৪৩ বছর পেরিয়ে গেলেও অদ্যাবধি বকশীগঞ্জ উপজেলায় বাস্ট্যান্ড প্রতিষ্ঠিত হয়নি। রাস্তার উপর যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী সাধারণ উঠানামা করে থাকে।নেই কোন যাত্রী ছাউনি।
তৈরি করা হয়নি নিদিষ্ট বাসষ্ট্যান্ড। রোদে পুরে বৃষ্টিতে ভিজে যাত্রী সাধারণ বাসের জন্য অপেক্ষা করে থাকে। তাছাড়াও যাত্রীদের জন্য নেই কোন পাবলিক টয়লেট। প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে বাধ্য হয়ে রাস্তার পাশে মল-মুত্র ত্যাগ করে থাকে। যার দরুণ পরিবেশ দুষনের ঘটনা নিত্যদিনের।রাস্তা ঘেষা অনেক গুলো টিকিট কাউন্টারের মধ্যে মাত্র ২ টিতে টয়লেটর ব্যবস্থা থাকলেও বাকিগুলো তে কোন টয়লেটর ব্যবস্থা নেই। এব্যাপারে বাস মালিক সমিতির সভাপতি জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন বিয়টি নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের নিকট চেস্টা তদবির করছেন বলে জানিয়েছেন।