এলএনজি সরবরাহে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাচ্ছে সরকার

0 ৪৬

এলএনজি সরবরাহে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাচ্ছে সরকার

dhaka post today

জ্যেষ্ঠ প্রতিবেদক

সামিট ও এক্সেলেরেট থেকে এলএনজি সরবরাহে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাচ্ছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন পেট্রোবাংলা এই দুই কোম্পানির সঙ্গে চুক্তি করবে। এ সংক্রান্ত আলাদা আলাদা দুটি প্রস্তাব অর্থনৈতকি বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৯ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আমিন উল আহসান বিস্তারিত জানান।

তিনি জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক কক্সবাজারে মহেশখালীতে স্থাপিত এক্সেলেরেটর এনার্জি বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে ১৫ বছর মেয়াদে ১ থেকে ১.৫ এমটিপিএ এলএনজি ২০২৬ সাল হতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহের প্রস্তাব প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক কক্সবাজারে মহেশখালীতে স্থাপিত সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিডিটেডের কাছ থেকে ১৫ বছর মেয়াদে ১.৫ এমটিপিএ এলএনজি ২০২৬ সাল হতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহের প্রস্তাব প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.