মাতুয়াইল থেকে ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার

0 ৪৬

মাতুয়াইল থেকে ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার

dhaka post today

এম রাসেল সরকার:

মুন্সীগঞ্জের সিরাজদিখানেএক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মো. মাসুদকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার ডেমরা থানার মাতুয়াইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের চিকনিসার গ্রামের আলী আকবরের ছেলে।

্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এম ফখরুল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ডেমরা থানার মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিরাজদিখান থানায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মাসুদকে গ্রেপ্তার করা হয়।

আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন। মামলা হওয়ার পর থেকে ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, শনিবার (১২ আগস্ট) বিকেলে আসামিকে থানায় হস্তান্তর করেছে র্যাব-১০।

আগামীকাল রোববার সকালে আসামিকে আদালতে পাঠানো হবে। প্রসঙ্গত, গত ৭ আগস্ট সোমবার মাসুদ এক ছাত্রীকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তবোগীর বাবা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন।

Leave A Reply

Your email address will not be published.