গলাচিপায় ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

0 ৪১

গলাচিপায় ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

dhaka post today

মোঃ নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) 

পটুয়াখালীর গলাচিপায় ৪০০ পিচ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে স্থানীয় থানা পুলিশ। ১৯ আগষ্ট শনিবার দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের তালেব আবাসন এলাকা থেকে রফিক উদ্দিন (৩৬) নামের ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানাযায়,

 

আটককৃত ব্যক্তি কক্সবাজার উখিয়ার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের মরহুম আবুল হোসেনের পুত্র রফিক উদ্দিন FCN NO-165472, ব্লক নং-বি/১, রুম নং-৬৪, ৫০৪ (আন্তর্জাতিক)। এবিষয়ে গলাচিপা থানার (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় মাদক

বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, সে অনুযায়ী আজ এসআই মোঃ আল-মামুন এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪০০পিচ ইয়াবা সহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেন। রফিক উদ্দিন কক্সবাজারের উখিয়া থানার মাদক মামলার আসামী, যার মামলা নাম্বর -১২, ২৫-০৯-২০২২ খ্রি: ধারা-৩০২/৩৪পিসি। এছাড়া বর্তমানে গলাচিপা থানায় মামলা চলমান।

Leave A Reply

Your email address will not be published.