বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে পৌর আওয়ামী লীগ

0 ৪০

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে পৌর আওয়ামী লীগ

dhaka post today

রতন ইনতিসার,বকশীগঞ্জ(জামালপুর)

 

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ ১৬ আগষ্ট আলাদাভানে শোক দিবসের আলোচনা সভা করার জন্য ক্ষমা চেয়েছে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে অনুপস্থিত থাকার দায়ভার উপজেলা আওয়ামী লীগের ঘাড়ে রেখে পৌর আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দীন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাছে লিখিতভাবে ক্ষমা চান । জানা যায়, ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবসে মিলাদ মাহফিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

 

কিন্তু বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ, উপজেলা ছাত্র লীগ ও কলেজ ছাত্র লীগ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের কোন অনুষ্ঠানেই যোগদান করেনি। অপর দিকে ১৬ আগষ্ট বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ, উপজেলা ছাত্র লীগ ও কলেজ ছাত্র লীগ বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে অবগত না করে কিয়ামত উল্লাহ কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ, উপজেলা ছাত্র লীগ ও কলেজ ছাত্র লীগকে ১৬ আগষ্ট কারণ দর্শানোর নোটিশ দেয় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। নোটিশে স্বাক্ষর করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার।

 

নোটিশে ৩ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। নোটিশ প্রাপ্তির বিষয়টি অস্বীকার করে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ, উপজেলা ছাত্র লীগ ও কলেজ ছাত্র লীগ। তিন সংগঠনের শীর্ষ নেতারা জানান, তারা বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক প্রদত্ত নোটিশ হাতে পাননি। তবে আলোচনা সভা শেষ হওয়ার পর নোটিশের কপি সোসাল মিডিয়ায় দেখেছেন। অপর দিকে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক প্রদত্ত কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দীন। ১৮ আগষ্ট পৌর আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দীনের স্বাক্ষরিত কারন দর্শানোর নোটিশের জবাবে জালাল উদ্দীন উল্লেখ করেন ১৫ আগষ্টের জাতীয় শোক দিবসের অনুষ্ঠান বিষয়ে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগকে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কোনভাবেই অবগত করেনি।

 

তাই তারা ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের কোন অনুষ্ঠানেই যোগদান করেননি। একই পত্রে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দীন ভুলত্রুটির জন্য পৌর আওয়ামী লীগের পক্ষে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার জানান, লিখিত জবাব পেয়েছি। তবে জবাব সন্তোষজনক হয়েছে কি না সে বিষয়ে পার্টির ফোরামে আলোচনা করার পর জানানো হবে।

Leave A Reply

Your email address will not be published.