সত্যকে আলোয় আনার সাহস আমার কাছে আছে

0 ৩৬

সত্যকে আলোয় আনার সাহস আমার কাছে আছে

dhaka post today

বিনোদন ডেস্ক

বলিপাড়ার ভেতরে বা বাইরে স্পষ্টবাদী অভিনেত্রী কঙ্গনা রানাওত। তবে বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান এ অভিনেত্রী। তার ভাগ্যে খুব কমই জোটে প্রশংসা। তবে সম্প্রতি কঙ্গনাকে প্রশংসায় ভাসিয়েছেন সালমান খানের সাবেক প্রেমিকা সোমি আলি। 

তার মতে—কঙ্গনার স্পষ্ট কথা খুব পছন্দ সোমির। এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এমন একটি ভিডিও শেয়ার করেছে কঙ্গনা নিজেই।

এছাড়া টুইট বার্তায় কঙ্গনা লিখেন, সত্যকে আলোয় আনার সাহস, ইচ্ছা দুটোই আমার কাছে আছে। আমার আগে যারা চুপ থেকেছে, নিজেদের ভেতরে গুমরে মরেছে। তাদের জন্য আমি কথা বলব। যে সত্য কখনও বলা হয়নি, সেই সত্য আমি প্রকাশ্যে নিয়ে আসবো।

এদিকে বলিপাড়ার ভেতরের খবর—সালমানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন সোমি। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেন, তার ‘ওয়েব শো’ ভারতে চালাতে দেননি সালমান।

সাক্ষাৎকারে সোমি বলেন, কঙ্গনা বলিউডের অন্ধকার দিকটা সবার সামনে নিয়ে এসেছেন। ও (কঙ্গনা) মুখের উপর সত্যটা বলে দিতে পারে। ওর সঙ্গে যা যা অন্যায় হয়, ও তার প্রতিবাদ জানাতে পারে। ওকে আমার প্রণাম।

 

Leave A Reply

Your email address will not be published.