বকশীগঞ্জ ইসলামী ব্যাংকের উদ্যোগে ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
রতন ইনতিসার বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ॥
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জামালপুরের বকশীগঞ্জ শাখার উদ্যাগে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। “গাছ লাগিয়ে যতœ করি, ‘সুস্থ প্রজম্মের দেশ গড়ি” আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ” এই স্লোগান নিয়ে পল্লী উন্নয়ন প্রকল্পের ৫ হাজার সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
বুধবার বিকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর কাঁঠালতলী দাখিল মাদ্রাসায় চারাগাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যাবস্থাপক আনোয়ার হোসাইন ফুয়াদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু,মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার হামিদুর রহমান ও টুপকারচর কাঁঠালতলী দাখিল মাদ্রাসার সুপার সোলায়মান হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী সুপার দেলোয়ার হোসেন, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা আবুল হাসেম আজাদ
, সহকারী প্রকল্প কর্মকর্তা বোরহান উদ্দিন, এনায়েতুল ইসলাম, সিনিয়র ফিল্ড কর্মকর্তা সিদ্দিকুর রহমান, টুপকারচর কেন্দ্র প্রধান আশা মনি, রাসেদা বেগম ও ফাতেমা বেগম প্রমূখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার মাহবুবুর রহমান। পরে অতিথিরা টুপকারচর কাঠাঁলতলী দাখিল মাদ্রাসা মাঠে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করেন।