সুনামগঞ্জ লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫বি১এর ত্রাণ বিতরন

0 ২২৪
সুনামগঞ্জ লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫বি১এর ত্রাণ বিতরন
এম রাসেল সরকার:
সিলেট বিভাগ, সিলেট ও সুনামগঞ্জ জেলার গোয়াইনঘাট, শান্তিগন্জ, কোম্পানীগন্জ উপজেলায় লায়ন ইন্টারন্যাশনাল অসহায় ও হতদরিদ্র সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন জেলা গভর্ণর মো: লুৎফর রহমান এম,জে,এফ। ৩দিন ব্যাপী কর্মসূচীর ধারাবাহিকতায় জেলা গভর্ণর লায়ন মোঃ লুৎফর রহমান এম,জে,এফ, গত শনিবার (১৯ আগস্ট) সকাল ১১:৩০ মিনিটে সিলেটের লামারগঞ্জ, সোনাতলার ৮নং কান্দিরগঞ্চ গ্রামে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ বাংলাদেশের উদ্যোগে প্রায় সুবিধাবঞ্চিত,হতদরিদ্র ৩০০ তিনশতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
কার্যক্রম শেষে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নেত্ববৃন্দের প্রতি বন্যাদূর্গত এলাকার নিপীড়িত মানুষের পাশে নিরলস ভাবে কাজ করে যাওয়ার আহ্বান করে এবং সুনামগঞ্জের উদ্যশ্যে যাত্রা করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মাননীয় জেলা গভর্ণর লায়ন মোঃ লুৎফর রহমান এম,জে,এফ, ফার্স্ট লেডি অব দ্যা ডিস্ট্রিক লায়ন শিরীন আক্তার রুবি, ১ম ভিডিজি আশরাফ এইচ খান হীরা,২য় ভিডিজি ড সারোয়ার জাহান জামিল এম,জে,এফ,সহ আইপিডিজি লায়ন শরীফ আলী খান এম,জে,এফ, পিডিজি শাহেনা রহমান এম,জে,এফ,
ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারী আশিকুজ্জামান চৌধুরী ইমন ও কেবিনেট ট্রেজারার মোহাম্মদ আসাদুজ্জামান লিটুর, মীর শফিকুল আলম কনক এম,জে,এফ, লায়ন মশিউর আহমেদ, লায়ন মামুন আহাম্মেদ, লায়ন মোঃ ফরহাদ আলি আপন,লায়ন আবুল কাশেম বাবু, লায়ন শামীম আহমেদ, লায়ন নুরে জান্নাত, লায়ন আসফাক আহমেদ চৌধুরী ও লিও প্রেসিডেন্ট ইয়াসরিব হাসানসহ অনেক লিও সদস্যবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন,সিলেট রিলিফ কমিটির চেয়ারম্যান হারুন আল রশীদ দিপু এমজেএফ, সেক্রেটারী লায়ন সাজুওয়ান আহমদ, রিলিফ কমিটির ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত,লায়ন মুহিতুর রহমান মুহিত, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন হিমেল কর্মকার, লায়ন নাজনীন হোসেন, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন শামসুল আলম খান,লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন আমিন উদ্দিন, লায়ন জাহাঙ্গীর আলম প্রমুখ এর তত্ত্বাবধায়নে ত্রাণবিতরন কার্যক্রমটি পরিচালিত হয়।
Leave A Reply

Your email address will not be published.